ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

চীনের আক্রমণ ঠেকাতে নতুন সাবমেরিন সাগরে নামিয়েছে তাইওয়ান

চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সাবমেরিন সাগরে নামিয়েছে তাইওয়ান। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তাইওয়ানের বন্দরনগরী কাউসিউংয়ে সাবমেরিনটি উদ্বোধন করা হয়। খবর বিবিসির।


ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এ সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।


এসময় তিনি বলেন, ‘আমাদের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে।  তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন, নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরি প্রায় অসম্ভবই ছিল, কিন্তু আমরা এটি সম্ভব করেছি। তাইওয়ানের সামরিক কর্মকর্তারা বলেছেন, সাবমেরিনটি তৈরিতে ১৫৪ কোটি ডলার ব্যয় হয়েছে। ডিজেল-ইলেকট্রিক পাওয়ার চালিত সাবমেরিনটির নির্মাণকাজ শেষ হলেও কমিশনিংয়ের আগে আরও বেশ কয়েক দফা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। তারপর ২০২৪ সালের শেষ নাগাদ এটিকে সক্রিয় নৌ টহলে নামানো হতে পারে।


চীনা পুরাণের চরিত্র দানবীয় আকৃতির মাছ হাইকুনের নামানুসারে সাবমেরিনটির নামকরণ করা হয়েছে। হাইকুন এমন একটি মাছ, যা পানিতে বাস করলেও এর উড্ডয়নক্ষমতা রয়েছে। এদিকে আরও একটি হাইকুন সাবমেরিন নির্মাণাধীন। তাইওয়ানের লক্ষ্য হলো অন্তত ১০টি সাবমেরিনের একটি বহর পরিচালনা করা।


নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাইওয়ানের সাবমেরিন প্রকল্পের প্রধান অ্যাডমিরাল হুয়াং শু-কুয়াং গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, এসব সাবমেরিন তৈরির লক্ষ্য হলো তাইওয়ানকে ঘিরে ফেলা চীনের আক্রমণ রুখে দেয়া এবং নৌ অবরোধ আরোপ করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা।

ads

Our Facebook Page